Tag Archives: সিলেটের মরমী কবি

বন্ধু তোর লাইগা রে

বাংলাদেশের সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ একজন মরমী কবি সৈয়দ শাহ নূর (জন্মঃ ১৭৩০- মৃত্যু ১৮৫৪) । তার রচিত আধ্যাত্মিক গানের মাধ্যমে বাংলা সাহিত্যের মরমী ভুবনকে সমৃদ্ধ করেছেন। সৈয়দ শাহ নূরকে সিলেটের মরমী কবিদের মধে সবার উপরে স্থান দেওয়া হয়েছে। সৈয়দ শাহ নূরের গানের ভাষা অতন্ত প্রাঞ্জল। তাঁর রচিত গানের মধ্যে অন্যতম জনপ্রিয় একটা গান বন্ধু তোর লাইগা রে,

বন্ধু তোর লাইগা রে
বন্ধু তোর লাইগা রে
আমার তনু জড়জড়
মনে লয় ছাড়িয়ারে যাইতাম
থুইয়া বাড়ি ঘর
বন্ধু তোর লাইগা রে

অরণ্য জঙ্গলার মাঝে
আমার একখান ঘর
ভাইয়ো নাই বান্ধবও নাই মোর
কে লইবো খবর হায়রে
বন্ধু তোর লাইগা রে

বট বৃক্ষের তলে আইলাম
ছায়া পাইবার আশে
তাল ভাঙ্গিয়া রৌদ্র ওঠে
আমার কর্মদোষে
বন্ধু তোর লাইগা রে

নদী পাড় হইতে গেলাম
নদীরও কিনারে
নদীরও কিনার বানাইয়া
নদী পাড় হইতে গেলাম
নদীরও কিনারে
আমারে দেখিয়ারে নৌকা
সরে দুরে দুরে হায়রে
বন্ধু তোর লাইগা রে

সৈয়দ শাহ নূরে কান্দইন
নদীর কুলো বইয়া
পাড় হইমু পাড় হইমু কইরা
দিনতো যায় চলিয়া হায়রে
বন্ধু তোর লাইগা রে।


World of Sharif

Human knowledge belongs to the world.

//Safiqul//

The things that you don't wish for yourself, don't wish them for others.